ছেলে বেলার কথা
জামাল উদ্দিন জীবন  


ইচ্ছে করে হারিয়ে যাই বহু দূরে তেপান্তরে
মাঝে একাকী নির্জনে কভু ফির বোনা নীড়ে
কোলাহল মুক্ত স্নিগ্ধ ভোরের রৌদ্র ছায়ায়
মুক্ত বিহঙ্গের কলতানে মুখরিত হয় আকাশ।


সবুজ শ্যামল সোনা মাখা আত্ম ভোলা গাঁয়ে
শালিক টিয়া ফিঙ্গে ঘুঘু ময়না চড়ুই পাখিরা
দল বেধে ছুটে বেড়িয়েছি কত অজানা প্রান্তরে
আজও মনে পরে আমার ছেলে বেলার কথা।


হৃদয় মাঝে ফুটে উঠে হাজারো স্মৃতির দেখা যায়
সুখেই কেটেছে ময়নার বুকে কেটে অবাধ সাঁতার
বুন হাঁস বালি হাঁস পানকৌড়ি দস্যু পানায় মাতায়
ধরে মাছ ঘুরেছি বন বাদারে হারিয়ে নিজেকে আজ।


তোমায় ফিরে পেতে ইচ্ছে করে আবার তেমন করে
মোর গাঁও কত দিন গত হলো কত সময় হয়েছে পার
অন্তরে আকুতি প্রাণের স্পন্দন হৃদয়ে টানে বারং বার
সবুজের ছায়ায় শ্যামলের মায়ায় বিশালতা ভরা বুক।


অবিরত বিচরণ করেছি হেথা মিলেছে সুখ আর সুখ
বিন্নি ধানের সিন্নি আউশ আমনের চিঁড়া মুড়ি আর খই
সাধের পিঠা পুলি পাটালি রসের হাড়ি গেলো বল কই ?
গোলোইয়া আসলে বসতো মেলা কানাইদের ভূমিতে।


কত শত বায়না ধরা ছিলো সন্দেশ নাড়ু মুড়কি কিনে দিবার
নিত্য দিন খেলা করে মেলা বসে মনের আঙিনায় দিবা রাত্রি
ফিরে কি পাবো এ জীবনে হারানো সেই সকল সময় আবার?
কারণে অকারণে নিত্য প্রয়োজনে হই চলমান এক পথ যাত্রী।