সেবাই মহান মন্ত্র
জামাল উদ্দিন জীবন


মানবতার সেবায় এগিয়ে যেতে হই আগুয়ান
মনে মহানুভব তার পরশ নিয়ে উদ্যম গতিতে
সকল মানুষকে মূল্যায়ন করো ভবেতে মানুষ
ধনী গরীব বলে হেথা নেই ভেদাভেদ এখানে।


সেবা করিতে হবে এই হউক মোর পণ মনে
প্রতিদিন হাজারো রোগী আসে দিবা রাত্রি
তাদের সেবায় নিজেকে করো নিয়োজিত
জগত মাঝে হই আজ আমি হই অভিযাত্রী।


অসুস্থ হয়ে বিছানায় পরা আছে কত শত স্বজন
পথ পানে চেয়ে থাকে দেখ তাদের আপন জন
সকলে ফিরবে ঘরে প্রত্যাশা মনে কত আয়োজন
সেবাই পরম ধর্ম মানবতার তরে সেবিকার মন।


সেবার মহান মন্ত্র নিয়ে নিজেকে করেছি নিবেদন
আত্ম উৎসর্গ করি প্রাণ সবাই অতন্দ্র প্রহরীর মতন
দায়িত্ব কর্তব্যে সর্বদা নিজেকে রাখবো আমি সচেতন
অনাগত আগত রোগীদের দেখবো ভেবে নিজের স্বজন।