সবুজে ঘেরা এই অরণ্যে
জামাল উদ্দিন জীবন


সবুজে ঘেরা এই অরণ্যে  
উঁচু নিচু ঢালু পথ বেয়ে
কে চলে যায় ঐ সুদূরে
মনে হয় চিনি চিনি তাকে


ওরে প্রিয়ারে সাজাবো সুখের বাসর
সাথী হলে রাখবো হৃদয়ের অঙ্গনে


আমি কত শত বার দেখেছি তাকে
বসত করে আমার মনেেই ঘরে
হৃদয় মাঝে আঁকা ছবি যতনে
শয়নে স্বপনে তাকেই ভাবি নির্জনে


চলেছি অজানা দেশে তার পিছে
আমার ভালোবাসা নয়তো মিছে
একটু ফিরে দেখো ওগো ললনা
প্রিয় জন ছাড়া কভু বাসর হয় না।