স্বাধীনতা তুমি ০২
জামাল উদ্দিন জীবন


স্বাধীনতা তুমি অবারিত বাংলার সে মুখ
স্বাধীনতা তুমি ফসলের খেতে কৃষকের হাসি
স্বাধীনতা তুমি কৃষাণীর গৃহে সুখের আনন্দ
স্বাধীনতা তুমি রাখালের বাঁশির মধুর ছন্দ।


স্বাধীনতা তুমি মায়ের হাতের মমতার পরশ
স্বাধীনতা তুমি বাবার রক্ত চক্ষুর করা শাসন
স্বাধীনতা তুমি মুক্ত জলাশয়ে পাখিদের বিচরণ
স্বাধীনতা তুমি দোয়েল শ্যামার মধুর ডাকাডাকি।


স্বাধীনতা তুমি চৈত্রের দুপুরের জ্বালাময়ী সে অনল
স্বাধীনতা তুমি বর্ষার অঝোর ধারায় ঝড়ে চারিধার
স্বাধীনতা তুমি নদী নালা খাল বিলে প্রবাহিত পানির স্রোত
স্বাধীনতা তুমি বুনো হাঁস আর পানকৌড়ির মুক্ত শিহরণ।


স্বাধীনতা তুমি শাপলা শালুক ঝিলে ফোটা মুগ্ধ দু নয়ন
স্বাধীনতা তুমি শরতের মেঘ মুক্ত নীল আকাশের ছোঁয়া
স্বাধীনতা তুমি হেমন্তে নবান্নের ফসলে ভরা মৌ মৌ উৎসব
স্বাধীনতা তুমি শীতের হিম হিম শিশিরে ভেজা পিচ্ছিল পথ ঘাট।।