স্বাধীনতা ০৩
জামাল উদ্দিন জীবন


স্বাধীনতা তুমি বসন্তের বাতাসে
দোলা হৃদয় মনে ভালোবাসার পরশ  
আমার অস্তিত্বে তোমাকে অবলোকন
করার সে মহেন্দ্র ক্ষণের অপেক্ষা সর্বত্র।


স্বাধীনতা তুমি ভালোবাসার একটি
লাল গোলাপ সকলের জন্য রাখা
স্বাধীনতা তুমি প্রকৃতির সাজানো
সুন্দর মোন মুগ্ধ সে উদ্যানে ঢাকা।


স্বাধীনতা তুমি জসিম উদ্দিনের নকশী
কাঁথার মাঠ আর সুজন বাধিয়ার ঘাট
স্বাধীনতা তোমার জন্য সহস্র কোটি
মানুষ আজও অপেক্ষায় রয়েছে সর্বত্র।


স্বাধীনতা তুমি আসবে বলে কান্না রত
শিশুটি কান্না ভুলে হাসতে শিখেছে
স্বাধীনতা তুমি আসবে বলে আবাল
বৃদ্ধ বনিতা ঘর ছেড়ে বাহিরে এসেছে।


স্বাধীনতা তুমি আসবে বলে কিশোরিরা
সহস্র কুসুম কলির মালা স্বযত্নে গেঁথেছে
দুঃখ কষ্ট বুকে জমানো সকল ব্যথা ভুলে
পুষ্প মাল্য দিয়ে তোমাকে বরণ করবে।


অপেক্ষায় রয়েছে সহস্র কোটি বাঙ্গালী
তোমার সাধ পেতে বাংলার মাটিতে
স্বাধীনতা তোমার জন্য কাস্তে লাঙ্গল
ছেড়ে অস্ত্র তুলে নিয়েছি বাঙ্গালিরা হাতে।


জ্বালাও পোড়াও হত্যা গুম ধর্ষণ আর
নব বধূর স্বামী হারানোর বেদনা দেখে
তবুও বলা কার মত উড়ে যেতে চায়
আমার মন প্রাণ আঁখি তোমাকে ছুঁয়ে যেতে।


মায়ের আঁচল ছেড়েছি বোনের ভালোবাসা
ত্যাগ করেছি স্ত্রীকে পর করেছি তোমার জন্য
সকল অপেক্ষা আর প্রতীক্ষার পালা শেষ
করে অবশেষে তুমি এলে এদেশের ধরাতে।