স্মৃতি কথা
জামাল উদ্দিন জীবন


আজ দীঘির পারে বসে একা
আনমনে ভাবছো কার কথা
মনে কি হারানো দিনের স্মৃতি
ভেলায় ভেসে সবার অলক্ষ্যে দেখা।


শাপলা শালুক কুড়তাম দুজনে মিলে
হতো কত আয়োজন চড়ুই বাতির খেলা
ভাবনা তুমি বউ আমি বর হয়ে একাকার
ভুবনে অনেক সময় হলো পার পাইনি দেখা।


সবুজ ঘাসের উপর বসা সবার অলক্ষ্যে
চুপিসারে হৃদয়ের জমানো কথার ফুলঝুরি
না বলা সে ভাষা ডাল পালা মেলে উঁকি দেয়
প্রাণ পাখি মোর গুঞ্জন করে বাতাসে কয়।


ছলাত ছলাত জলের ঢেউ সে বলে কোথায়
তোমার বিরহে আজ বুকের জমিন শুকায়
পথ পানে চেয়ে থাকি আসবে প্রাণের সখা
কতদিন গত হলো পাইনি তোমার দেখা।


জল শুকালো পাড়া জাগিল সময় হয় না
তোমার হৃদয় মাঝে ছবি কি কথা কয় না
আমায় ভুলে আছ কার ধ্যানে হয়ে তুমি মগ্ন
স্মৃতির পাতায় মনের খাতায় অদৃশ্য মুখ।


কষ্ট দিয়ে আমাকে তোমার তাতেই সুখ
সুখের সীমানা তোমার অজানা বুঝলে না
মিছে মায়ায় মরীচিকার পিছে ছোটাছুটি
এখনও বুঝলে না পেলে কি জগতের মাঝে।


স্বপ্নিল সে  মিথ্যার মোহে ফিরে কভু পেলে না
খুঁজেও লাভ নেই ভিন্ন গ্রহের মানুষ সকলি
ভিন্ন পৃথিবীর মাঝে আছি হয়ে সকলি অনন্য
অবস্থান শূন্য বুঝলাম কিছুটা হলেও দেরিতে।


অতীতের সকল দুঃখ ব্যথা ভুলি চলো দুজনে
হারিয়ে ফেলা সোনা মাখা দিন গুলির পথে চলি
হৃদয়ের বন্ধন কর আলিঙ্গন ভালোবাসতে ডালি
আজ স্মৃতি কথা জাগায় সুখ অবারিত সুখ নিশিতে।  
                                                                                                                                                                                                                                                                 রচনা কাল : ০১/০৪/২০২০