জীবন খাতায় হৃদয়ের পাতায়
সমীকরণ কখনও যে এক হয় না
সারাটি জনম হিসাব করে করে
গড় মিল দেখি যোগফল মিলে না


জীবনের মূলধন সব হয়েছে খরচ
দেনা পাওনা এখনো রয়েছে বাঁকি (২)
ও নিরা শারা চারিপাশে ঘুরে ফিরে
দুঃখ যন্ত্রণা পাহাড় হয়ে দেয় উঁকি (২)


শূন্য হাতে পৃথিবী হতে নিয়েছি বিদায়
বৃথাই মানব জন্মো লোকে ডেকে কয় (২)
আসা আর যাওয়ার মাঝে হয় পরিচয়
পরি নয় নাইবা পেল স্মৃতির স্মরণ শিখায় (২)
রচনা কাল ২০.১০.২০২০ রাত ১২টা ৩২মিনিট