স্বত্ব জন্মায়
জামাল উদ্দিন জীবন


আপনার বলতে পারি তখনি আমি
যখন তার উপর কারো স্বত্ব জন্মায়
অন্যের কিছু আপন নাহি বলতে হয়
বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ।


তোমার বলতে নেই কিছু অন্যের হউক
ধারা ধামের মিথ্যে মোহ মায়া জালে
ভুল ভেবে আছ মানুষ অন্যের প্রেমে
প্রেম করতে চাইলে সর্বোত্তম প্রেম করো।


আপনার সাথে কর নিঘুর প্রেম অন্যের সাথে হয় না
তোমার যা আছে তোমার রবে অন্যে কিছুই পাবে না
অন্যের মোহে অন্ধ হয়ে ঘুরছ ভব ঘোরের মত একাকী
যার লাগিয়া কান্দ সে হয়নি মনের মত আঁখিতে দেখো কি।


কি পেলে জগত সংসারে দেখেছ অন্তরে ক্ষত?
রক্ত ক্ষরণ হয় দিবা নিশি বহে ব্যথার জোয়ার
হায়রে মানব জনম আমার সকলে দেখি পর
জন্ম নিয়ে আসিয়া ধরায় জন্ম কি হল মিছে।


সর্ব অগ্রে যাত্রা করে এখনও রয়েছি আমি পিছে
প্রেমে সৃষ্টি জগত সংসার এই প্রেমেরই বাঁচা মরা
বিধাতার সৃষ্টি মানুষ জ্ঞান বুদ্ধি বিবেক প্রজ্ঞায় হবে
সকল সৃষ্টির সেরা,নয় সেরা পশুই মহান দেখি।


বিবেক নামের স্বত্ব খানা মরিয়া বাঁচিয়াছে একি
ভুল ভাবিনি কভু ভুল বকিনি বলে সকল গেছে
অন্যের ধন আহরণে ব্যস্ত মিছেই ছুটে তার পাছে
অন্যের পিছে না ছুটে নিজেকে যত্ন করে গড়ো।


হবে না অভাব কিছুর  ছুটবে সকলে তোমার পিছে
ভেবে দেখেছো কি একবার কে তোমার তুমি কার?
সকল হারিয়ে নীবির অন্ধকার জীবন খানি কেন রাখো?
শেষ বেলাতে পরেছে মনে মাবুদ মাওলা কাছে ডাকো।
রচনা কাল : ০২।১০।২০২১