কবিতা :শোকাবহ আগষ্ট
জামাল উদ্দিন জীবন


শোকাবহ আগষ্ট ইতিহাসের কালো রজনী
জাতির সূর্য সন্তানের মিলন মেলার নিস্তব্ধতা
সকলে নীরব নিস্তব্ধ বোবা বাকরুদ্ধ
কথা বলার ভাষা হারিয়ে নিশ্চুপ সে।


কাকে বলি কার কাছে কে শুনবে আজ?
লজ্জা কলঙ্ক ঘৃণা গ্লানী ব্যথা জমা বুকে
আপনজন হারানোর বেদনার শোকে ব্যথিত
আজ নয় সে কথা বলি তোমাদের তরে।
হারালাম পরিজন প্রিয়জন পরিবার সকলি
একা বেঁচে আছি ধরনীর বুকে সাক্ষি হয়ে।


তারাও মানুষ আমরাও নাকি মানুষ ছিলাম
মুসলমান ভাই ভাই রক্তের রঙ লাল সকলের
কিসের বিভেদ কেন হত্যা গুম ধর্ষন অগ্নির
পরশ জ্বালাও পোড়াও হায়েনারা ঝাঁপিয়ে পড়ে
নারীর দেহের স্বাদ নিতে রক্ত পিপাসায় মাতে
মেহেদীর বর্ণ হাতে ইজ্জত হারিয়ে পড়ে থাকে।


রাস্তায় নদী ডোবা পুকুর খালে বিলে ঝিলেতে
খন্ড খন্ড রক্তের নহর প্রবাহিত হয় তারা হাসে
চোখ দুটিতে রক্ত জমেছে অগ্নি জলছে সর্বাঙ্গে
প্রতিশোধ প্রতিবাদের নেশা এবর রক্তে লেগেছে।


নারী দেহ ভাসে শিশু যুবক যুবতী বৃদ্ধ রাজপথে
বিচার করতে একত্র আমরা গুটি কয়েকজন সাথে
যারা হারিয়ে সকল কিছু আমার মতো শোকাহত তাতে
লক্ষ্য একটাই রক্ত পিপাসুদের করবো দমন নিজ হাতে।