জীবন নদীর মোহনায় ০২
জামাল উদ্দিন জীবন


বিপন্ন প্রদীপের মত যন্ত্রনা বয়ে বেড়ায়
সুখের পাখি ভিড় করেছ হৃদয়ের আঙিনায়
এক অব্যক্ত যন্ত্রণায় ভেঙ্গে গেছে বুকের ভিতরটা
সুখের সীমা নাটা আজ অথৈ দুঃখের সাগরে মোড়া।


ভালোবাসার রক্তিম লাল সূর্যটা ডুবে গেছে দূরে
অস্তমিত সে জীবনের সূর্য উঠবে কোন ভোরে?
জানি না কিছুই,ঝড় উঠেছে বাণ ডেকেছে সাগরে
স্রোতের টানে নদীটা গিয়ে মিলবে সাগরের তরে।


হুশিয়ার সাবধান হও হে নাবিক কি করছো তুমি?
গহীন সাগরের টানে তোমার নদী ছুটে চলেছে আজ
কুলের দিশা পেতে হবে এবার শক্ত করে হাল ধর
তোমাকেই উড়তে হবে জীবন যুদ্ধের বিজয়ের পাল ।


সব অন্ধকার যন্ত্রনা ভুলে চালাও তোমার জাহাজ খানি
ঐ তো দেখা যায় তোমার রঙ্গিন পৃথিবীর আবাস ভূমি
বাসের যোগ্য করে গড়ে তুলো স্বপ্ন ময় বাসর খানি
কথা দাও চির দিন পাশে রবে হবে না কভু পর।


ওগো প্রাণের প্রতি তুমি হীনা একা জগতে মাঝে
বাঁচিতে চাই না আমি দিন ক্ষণ মাস বছর রাতি
প্রাণ পাখি ডাকিয়া কয় তোমারে লয়ে বসু ধায়
জনম জনম হিয়ার মাঝে রাখবো ধরে প্রতিজ্ঞায়।