স্মৃতিচারণ
জামাল উদ্দিন জীবন


আজও বাজে অন্তর মাঝে সে করুণ সুর
বেদনা বিধুর মোর সেগান অন্তপুর ঝুড়ে
পুলকিত হতে শুনে আনন্দ চিত্তে বাণীগুলি
আজ অবস্থান তোমার দূর বহু দূরতা জানি।

শিউলি তলে ফুল কুঁড়াতাম মোরা দুজন মিলে
বল তুমি সেই স্মৃতির কথা কি করে যাই ভুলি?
জাম,জামরুল,কুল,আর কদবেল ফলগুলি আনি
আষাঢ় শ্রাবনের বর্ষার জলস্রোতে মাখামাখি জানি।


পানকৈাড়ি,ডাহুক,বালিহাস,বুনোহাসের দলের
সাথে দৈাড় ঝাপে করি মাতামাতি আনন্দে সাথী
শাপলা,শালুক,ঢ্যাপের খই নিযে করি কাড়াকাড়ি
আজও মনে পরে মোর সোনালী অতিতের স্মৃতি।


সোনামাখা দিনগুলির কথা দুজনে সুজনে কুঞ্জবনে
কুজনে প্রেমের উদ্যানে হয়েছি মাতোয়ারা শতবার
কুড়িয়ে শত ফুলকলি যতন গেঁথে মালা আপনাতে
তোমার গলাতে পু্ষ্পমালা পড়াব আনন্দচিত্তে সখা।


গগ্যের মেলায় দল বেঁধে ছুটো ছুটি করতাম হরষে
পরশ লালচুড়ি,লালফিতে,কপালে লালটিপ,পড়িয়ে
বলতে চলোনা দুজন অজনাতে যাই  আজ হারিয়ে
কচুরিপানা,শ্যাওলার ঝাড়,কলমির ঝোপঝাড় হতে।


মৎস শীকার করতে আমার সাথে লুকিয়ে তুমি
আজও কি মনে পরে সেই দিনগুলির কথা বন্ধু?
মনে দোলা দেয় হিয়ার মাঝে কি করুন ব্যথা?
আদরমাখা বাহুর স্পর্শ টুকু আজও খুঁজে বেড়াই।


তুমি ছারা এজগতে মোর আর আপন কেহ নাই
আমার মনে পরে হারানো দিনের সকল কথাগুলি
তুমি আমি দুজন দুজনার একি সাথে প্রেমে মাখা
জীবন তরী ভাসাবো তোমায় নিয়ে প্রেমময় সখা।
10.07.2017 জীবন মোহোম্মাদপুর ঢাকা।