সুখী না ০১
জামাল উদ্দিন জীবন


এই পৃথিবীতে কোন মানুষই
প্রকৃতপক্ষে সুখী না,
প্রত্যেকের অন্তরালে কিছু
চাপা কষ্ট নিহিত থাকে।


যা কখনোই প্রকাশ পায় না
কাছের মানুষের কথা ভেবে
মনটাকে পাথর করে রাখতে হয়
যেন পাথরের নিচে চাপা পরে থাকে।


হাজার ব্যথা বেদনা দুঃখের স্মৃতি গুলো
হাসির আড়ালে লুকিয়ে রাখতে হয়
শত যন্ত্রণা দুঃখ কষ্ট বেদনা
যা কেউ কখনোও বুঝেনি।


আর বুঝেও না শুনেও শুনে না
বুঝবে কেমন করে তুমি
বুঝার জন্য যে সুন্দর একটা মন দরকার
তোমার সে মনটা ছিল না ছিল লোভ লালসা।


অভিনয় আর ছলোনা ছিল তোমার মধ্যে
আমি কখনও তা বুঝিনি আর ভাবিনি
বিশ্বাস করে ভালোবেসে ছিলাম তোমায়
তোমার ছলনার সাথে আমাকেও জড়ালে।