শূন্যতা………
জামাল উদ্দিন জীবন


সকালে উঠে চলে যাবে হয়তো কখনো দেখা হবে না
কোনো অভিযোগ অভিমান দেখবে না সন্ধিক্ষণে বসে
মিলেছে ছুটি সকল বন্ধন ছিন্ন করে পাড়ি দেবো ওপারে
প্রত্যাশা প্রাপ্তি আশা ভালোবাসার সমন্বয় গড়া সম্পর্ক।


সাজানো স্বপ্নগুলো মিথ্যার স্তরে সবকিছু মূল্যহীন, ফিকে
আঁখি যুগল আজ জলশূন্য শুষ্ক মরুভূমিতে পরিনত
মনের মাঝে যত্নে আঁকা ছবিটা রঙহীন ঝাপসা
বোবা ভাষাহীন স্তব্ধ হয়েছে হৃদয়ের গহীনে ভালোবাসা।


ভালোবাসার পাল তোলা নৌকায় মন উচাটনের নিঃশব্দ
উদ্যম প্রেমের পরশ আমাকে আকুল করে কাছে টানে না
বলো কেন নিথর হৃদয়ের দ্বার প্রান্তে অপেক্ষমান আমিটা?
ব্যথার পাহাড় যন্ত্রণার প্রতিধ্বনি প্রতিনিয়ত খেলা করে


শুনতে পাও কান পেতে না পাওয়ার কান্না হারানোর বেদনা
স্বপ্ন ভাঙ্গার কষ্ট বুকেরমাঝে দিবা নিশি গুমড়ে গুমড়ে মরে
স্মরণ কালের মরণ হয় না রক্তক্ষরণ হয় ভেতরে অগচরে
সবার অলক্ষ লুকিয়েছি রক্তজল ঝড়ে পরে নীরবে অঝড়ে।


সুখের সাগড়ে তোমার বসতি নীল বিষে বিষাক্ত দরিয়ায় ভাসি
তেপান্তরে হারাবে সাথী হবো বলেছো একলাই হলাম অধিভাসি
প্রতিদিন সূর্য উঠে কিরণে আলোকিত করে রঙ্গিন হয় ত্রিভুবন
শূন্যতায় ঘিরে থাকে জীবনের চারিপাশ বসুধায় হলে না আপন।