টাকার বাজার
জামাল উদ্দিন জীবন


মন পরে রইলাম অনাদরে
টাকা কড়ি নাইতো আমার
কেউ লইলো আমার খবর
জগতে সবই টাকার বাজার।


টাকায় টাকায় গড়লে পাহাড়
করলে জীবনে রঙের বাহার
সাধ মিটে না তবুও তোমার
আরো বেশি টাকার দরকার।


আসলে মরণ দেখবিরে মন
টাকার পয়সার নাই দরকার
টাকায় গাড়ি টাকায় হয় বাড়ি
ওরে মিলবে টাকায় সুন্দর নারী।


কোন পথে আসলো টাকা
লই না কেউ তার খবর রে
টাকা থাকলে সবাই মানে
সমাজ সংসার  সবখানে।


আছে স্ত্রী পুত্র দ্বার সুতো
হতে হলে সবার মনের মত
লাগবে টাকা নয়তো ফাঁকা
এটাই নিয়ম জগৎ সংসারে।


আত্মীয় স্বজন পরিবারের
বলবে সবাই সবার ধারে
টাকা ওয়ালা হলে স্বামী
আদর কদর বেশিই করে।