তোমার শুরু আমার শেষ ০২
জামাল উদ্দিন জীবন


স্বপ্ন দেখা রঙিন দিন গুলি হারিয়েছে সময়ের সাথে
তোমার ভালোবাসার স্পন্দন আর প্রতিধ্বনি শুনি
কর্ণ গোচর হয় হৃদয়ের ব্যাকুলতা আহবানে মনে
আমাকে তোমার পানে ডাকছে আবার নব জাগরণে।


চরণে মোরে একটু আশ্রয় দাও নতুন করে
তোমায় বিহনে থাকিতে পারি না একাকি ভুবনে
এবার তোমার বক্ষে হবে মোর শেষ আশ্রয় স্থল
আঁখি পানে মিলন হয়েছিল কবে তোমার সনে।


সু জনে কূজনে দুজন হারিয়েছি তরু ঘন কেওড়া বনে
এসেছি তোমারই তরে ফিরে  গ্রহণ কর প্রিয় যতনে
নিশ্চুপ নির্বাক কেন সারা-শব্দ নেই তাকাও না পানে?
তোমার জন্য ফেরা একবার আঁখি মেলে দেখ ভুবনে ।


নীরবতা আমার ভিতর বাহির একাকার করে তুলেছে
স্বপ্ন বুনতে যাব না তোমায় ছেড়ে অন্য কারো সনে
দেরি হলেও বুঝতে পেরেছি ভুল স্বপ্নের মাঝে বসবাস
ধরণির বুকে তোমায় খুঁজতে এসেছি আমায় সাথী করো।


তোমার শরীর হিম হিম কেন নড়া চড়া নেই শ্বাস পড়ছে না ?
তুমিও কি নিলে বিদায় ধরণি হতে আমায় সঙ্গী করলে না?
তোমার যেখানে শুরু হয়েছিল সাথী হয়ে ছিলাম না পাশে
তোমার হলো শেষ নতুন করে শুরু টা হলো না তার সাথে।