তুমি কি ভাবছো আমায়
জামাল উদ্দিন জীবন


আজ টিপ টিপ বৃষ্টি ঝরছে চারি ধারে
তোমার কথা মনে পড়ে বন্ধু বারে বারে
ঝিরি ঝিরি হাওয়াতে দোলে খোলা চুল
আজ তোমায় কাছে পেতে মনটা ব্যাকুল।
ভোমরা আজ করে গুঞ্জন শতদলে দলবেঁধে
ফুটেছে নতুন ফুলকুঁড়ি দেখি ঐ বন বিহারে
তোমার খোঁপায় গুঁজেদিতে ফুল হাতে দাঁড়িয়ে
বকুল হাসনা হেনা আর কদম তলায় একাকী।
তুমি কি ভাবছো আমায় সাথী নাকি ভুলে গেছো?
তোমার মনের খাতায় হৃদয়ের পাতায় কি ছবি?
আঁক যত্ন করে আপন মনে এখনও কি অনেকটাই
অভিমানগুলো বুকে জমে থাকে তোমার সর্বত্র জুড়ে।
হাতে হাত রেখে হারিয়ে যেতে চাও কাজল দীঘির জলে
দু,চোখের কান্না লুকিয়ে রাখ আমার বক্ষ মাঝে যতণে
এখনও কি মধ্যরাতে আনমনে বসে থাক বাগানের ধারে
আমার অপেক্ষায় আসবো পাসে বসে হবে কথা দুজনার।
দু আঁখির অভিমানের লবনাক্ত জলগুলো যেন সমুদ্রের
ঢেউ হয়ে বার বার আছড়ে পরে তোমার হিয়ার মাঝে  
প্রিয়া আমি রবো জন্ম জন্মান্তরে তোমার অন্তরে মিশে
ভাবনার জগতে তুমি বিরাজমান মনে রেখো আমায়।