তুমি কি দেখেছো ০২
জামাল উদ্দিন জীবন


কত স্বপ্ন আশা ডুকরে ডুকরে কেঁদে মরে যায়
প্রিয়জন নয় প্রয়োজন ছিলাম বুঝলাম এত দিনে
মনটা আমার ভাঙলে প্রিয়া নিঠুর আয়োজনে
গড়েছ বাসর স্বপ্নের ঘর মেহেদি রাঙ্গা হাতে।


স্বপ্ন ঘেরা জীবনে আমার আঁধার এখন সাথী
ভেবো না এখন পাগলের মত খুঁজি দিবা রাতি
ফেলে গেলে চলে তুমি বড় বেশি লাভ তাতে
আলোর রশ্মি মুছে আঁধার ঘেরা জীবন এটাতে।


কষ্টে কাটে আমার দিন ভেবো না খবর রাখি
মহা সুখে আছি একাকী নিভৃতে নির্জনে
কেন স্মৃতিরা মনে কর অতীত হারা দিনে ?
ক্ষতি ছাড়া লাভ আছে বল কি জীবনে।


টাকার কাছে হইনি বিক্রি এইতো আছি বেশ
হয়েছে ছুটি ধরণী হতে যাব আপন দেশ
বৃষ্টির জলে ধুয়ে যাক সব দুঃখ কষ্ট ব্যথা
আসুক ফিরে জীবনে আবার নব বারতা।


শত রঙে সাজিয়ে নিও জীবন পরম মমতায়
আকাশের বুকে চেয়ে দেখো অন্ধকারে ঢাকা
হবেনা গীত গল্প কথা বন্ধুর ছবি আঁকা মনে
ছেড়ে গিয়ে পিছু হতে চাইলেই কি যায় দেখা?


ভুল করে ফিরে পেতে চাও বলো কি মানে ?
ভুবনটাকে সাজিয়ে আজ নতুন আয়োজনে
সস্তা দামে হয়নি ওগো হৃদয়ের লেনা দেনা
ভালোবাসা কি সহজ পণ্য চাইলেই যায় কেনা।