তুমি আসবে বলে ০৩
জামাল উদ্দিন জীবন


এলে না তোমার রাজ্যের সুখ বিলাসী হয়ে সুখে কর বসবাস
সেদিন এসেছিল বসন্ত বুকে ছিল মোর ভালোবাসা অফুরন্ত
তুমি আসবে বলে এনেছি গোলাপ বেলী, জুঁই, চম্পা, কদম,
কেয়া, বকুল, ডালিয়া কৃষ্ণচূড়া,অল্প কিছু ছিল আয়োজন।


তোমায় পরাবো মালা গেঁথেছি  নিজের আপন হাতে  আনন্দ চিত্তে
গলাতে তুমি এলে না আমায় আপন করে ভালো বাসা দিলে না
তুমি শোন আর জেনে যাও তোমায় বলছি আমি ভালো বাসা না দাও
ভালোবাসা সবটুকু নাও তোমার কাছে আমি কি চাইবো বলো।


ভালোবাসা শুধু ভালোবাসা টুকু চেয়ে ছিলাম তুমি দিলে না
মনটা আমার ভেঙ্গে গেছে হৃদয়টা হলো আঘাতে ক্ষত বিক্ষত
হাসি হাসি মুখে ব্যথা দিয়ে গেলে কি অপূরণীয় ক্ষতি করলে যে
আমার, কোনদিনও বুঝবে না জানবে না ব্যাথার যন্ত্রনা কেমন হয়।


জানি আসবে ফিরে এক দিন আমি থাকবো না তোমার পাশে
দেখবে স্মৃতিগুলো তোমার দু নয়নে আমায় আর খুঁজে পাবে না
হৃদয়ের খাতায় মনের পাতায় স্মৃতির অতল গভীরে জীবনের  
বাঁকে তোমার জীবন চলার পথে অন্য কোন সীমানায় ভুবন মাঝে।