তুমি কি দেখেছো ০১
জামাল উদ্দিন জীবন


তুমি কি দেখেছো ঘাসের গায়ে শিশির বিন্দু ?
বিন্দু হতে সৃষ্টি হয় ধরায় প্রেমের মহা সিন্ধু
তুমি কি দেখেছো প্রভাতের স্নিগ্ধ ফোটা ফুল?
তোমায় আরো কাছে পেতে মনটা ব্যকুল।


রক্তিম সূর্য আলোকিত করে রঙ্গিন ভুবন
জগত মাঝে হয়ে থেকো আমার আপন
তুমি কি দেখেছো চৈত্রের দুপুরের অনল?
ফসলের ক্ষেতে কৃষকের হাসিটা মলিন।


তুমি কি দেখেছো বুকের মাঝে ব্যথার পাহাড়?
হৃদয়ে শূন্যতা মনটাতে করে আজ হাহাকার
তুমি কি দেখেছো নয়ন মাঝে স্বপ্নের বসতি?
সারা জীবন হয়ে থেকো সঙ্গে প্রাণের সাথী।


ভালোবাসা দুর হতে দিয়ে যায় উঁকি ঝুঁকি
না বলা কথা বুঝে নিও চোখের ভাষাতে
করি শপথ থাকবো দুজন সর্বদা একসাথে
বেদনার রঙ নীল কেন হয় বলতে কি পার?


নয়নের জলে মহাসাগর অগ্নিকে নিভাতে পারো?
অভিযোগটা নয় করলে একটু অভিমানের সুরে
ভুল বুঝে যেয়ো না চলে কভু তুমি অনেক দুরে
শুনবে যখন নতুন সুরে গান আসবে ওগো ফিরে ।