তুমি আমার  ০২
জামাল উদ্দিন জীবন


হিয়াতে হয় ভালোবাসার নবান্ন
ভালো বাসর পরশে কতো আয়োজন
মনের মনি কোটায় তোমার স্থান
সারাটি জনম বুঝে নিয়ো প্রিয় জন।


পৌষের কন কনে শীতে অঙ্গ কাঁপে
অন্তর মাঝে সুখের পরশ বুলায়
উষ্ণ পরশ  মাখা সে ভুবন মাঝে
বসন্তের ফুলের গন্ধ ভেসে আসে।


তোমার আঙিনায় মৃদু সমীরণ
সোনালী দিনের পড়ন্ত বিকেলে
দুজনে সু জনে মিষ্টি আলাপন
পার করা অলিখিত সময়ের ধারা।


তুমি হীনা ভুবন মাঝে বিষাদের ছায়া
প্রবাহ মান নদী সাগরের স্রোত ধারা
নীল বিষে বিষাক্ত জীবনের সব কুল
ফুটলো না আসার মুকুল কি ছিলো ভুল?


ভুলে ভুলে জীবন গেলো হয় না অবসান
বিধি কি করিলে শুধিবে প্রেমের অপমান?
অভিমানী ফেলে গেলে না করে আপন
যেন মরণ শুধু বাকি সুখী নই তুমি ছাড়া।