ভালোবাসার বৃষ্টি
কামাল উদ্দিন জীবন


শ্রাবণে ঝরঝর বর্ষা নামে জমিনেতে
অন্তরে কত শত কল্পনা আনে স্বপ্নেতে
মনটা তখন হয়ে উঠে চঞ্চল অশান্ত
তোমার স্মৃতি করে শিহরিত প্রাণবন্ত।


গ্রীষ্মের খরা তপ্ত  উদাস দুপুরে ক্লান্ত
হিয়ায় তোমার পরশ পেতে ইচ্ছে করে
বর্ষা সজীব করে কেয়া কদম চেলী জুঁই
প্রাণেতে প্রাণ টি বাঁধা দুজন সাথী বলি।


প্রিয়জন মোর এমন সময় কোথা লুকাইলি
ধুয়ে যাক সকল হতাশা দুঃখ ব্যথা গ্লানি
সজীব হোক ভুবনে বৃষ্টিতে মনের সবুজ ভূমি
নব সাজে নব আনন্দে প্রাণের ছোঁয়া লাগে।


ভালবাসার বৃষ্টিতে অঝোর ধারায় ভাসবো
সীমা পরিসীমা বাধাহীন ধরণীতে বৃষ্টি অতুল
নতুন সৃষ্টিতে ভালোবাসার বৃষ্টিতে ভেসে ভেসে
হারিয়ে যাব আদুর তেপান্তর মাঝে মহা সুখে।


ফির বোনা পিছু ডেকো না চেনা নামটি ধরে
আজ মোর প্রাণের সখা আছে অন্তর জুড়ে
ফিরে আসার পথ বন্ধ যুগল আঁখি অন্ধ
বেধে ঘর হয়ে বাঁধন ছাড়া অজানা সুখে।


হারাবার ভয় নেই মনে পাওয়ার আনন্দে ব্যাকুল
মনটা আনচান করে আকুল হয়ে বাহির পানে
পাপিয়া ডাকে শাল বনে মাতোয়ারা কানন সনে
ভালোবাসার বৃষ্টিতে প্রিয় কাছে চাই তোমাকে।