ভালবাসি আজও তোমায় ভুলিনি
জামাল উদ্দিন জীবন


ভালবাসি আজও তোমায় ভুলিনি
সেই কবে থেকে আমি নির্বাক নিঃশব্দে
ধরণী ময় অবস্থান রত চলমান যাত্রী
পথ চলতে হয় অবিরাম গতি নিয়ে।


শুধু মনটা পড়ে থাকতে চায় পিছু পানে
মৌন সম্মতি ও ছিল না তোমার
নির্বাসিত জীবন আমাকে দিতে চেয়েছিলে
তুমি নিজেই আজ স্তব্ধ হয়ে আছ জগতে।


স্মৃতির আবহমান ধারা গুলো নাকি
সর্বদা আমার কথা মনে করিয়ে দেয়
তুমি এখনও পুলকিত ও আনন্দিত হও
আমায় ভেবে ভিতর বাহির একাকার হয়।


এটা তোমার থেকে হয় না,তোমার ভিতরে আমার
অস্তিত্ব আমার কথা তোমাকে মনে করিয়ে দেয়
তোমার আঁখি যুগল নাকি এখনও অশ্রু জড়ায়
কেন কি? কারণে তোমার এমন হয় বলতে পারো।


শুধু একটা প্রশ্ন তোমার তরে রইল আমার?
উত্তর দিতে হবে এমন বাধ্য বাধকতা নেই
নিস্পন্দ তৃষিতা আঁখি তোমার পানে চেয়ে থাকি
অনন্তকাল ধরে বাজবে নামের বাঁশি অন্ত পুরে।


ইহকাল,পরকাল,নিত্যকাল সঙ্গী, বেঁধেছি আশা
বিবর্ণ বর্ণ ধারন করেছি সকল বর্ণ কে জানিয়ে বিদায়
স্বাচ্ছন্দ্য বোধ করি একা পথ চলতে ভাবে না কেউ
চির নিদ্রায় শায়িত হব যবে তোমাকে দিয়ে যাব মুক্তি।


ভেবো না পিছু পিরে স্মৃতির অতল গভীরে ডুবে যাব
জীবন নদীতে সাঁতার দিয়েছে পিছু পা হবো ভেবো না
দেওয়া বানী রাখিব স্মরণে কভু দিব না জগতে ফাঁকি
ভালবাসি অন্তর জুড়ে রেখ মনে আজও তোমায় ভুলিনি।