আমি কোন কবি নই, পিরামিডের মতো আমি
বাইরে জীবিত মানুষ, ভেতরটা মৃত মমি!


গহীন সমুদ্র মাঝে  যেমন  বুনো ঝিনুক থাকে
সযতনে বুকের ভেতর মুক্তটাকে আগলে রাখে
তেমনি  বুনো  ঝিনুক  আমি দুঃখ পুষি নিজের ভেতর
কেউ যাতে না বুঝতে পারে ভিতরেতে  কার বাড়িঘর!


হিরোশিমার অগ্নি আমি জ্বলতে থাকি নিজের মতন
আগুনেতে  পুরাইরে   ঠোঁট  ইচ্ছে হলেই যখন তখন
ইটের ভাটার কয়লা আমি জ্বলতে জ্বলতে  বিষম পুরা
কোমায় যাওয়ার রোগী আমি জ্যান্ত থাকতেও আধামরা


আমিতো সেই চারণভূমি বৃষ্টি যেথায় ভীষণ অভাব
চাতক হয়ে বৃষ্টি চাওয়া এই জীবনের খুব বড় পাপl