বলেছিলে সুখে থাকতে,মুখ হাসিখুশি রাখতে
তাই দুখ সই কাঁদতে পারিনা।
তোর জলে ভেজা রোদ্দুর,আমার দুখ এক সমুদ্দুর
তবু দুখ স্রোতে ভাসতে পারিনা।


একি জ্বালায় জ্বালালি আমায় আমি মুখে কিছু বলতে পারিনা
একি মায়ায় পোড়ালে বল ,তিলে তিলে সই এত যন্ত্রণা।


ওও...
বলেছিলি তুই হলে কভু দুই মরণ যেন হয় তোমার আগে
আজ কোথায় আছিস বিরহ লুকিয়ে অভিমান নাকি প্রেম অনুরাগে,
একি জ্বালায় জ্বালালি আমায় আমি মুখে কিছু বলতে পারিনা
একি মায়ায় পোড়ালে বল তিলে তিলে সই এত যন্ত্রণা।


হয়তো এভাবে দিন কেটে যাবে রাত্রি শেষে নামবে ঘোর জ্যোৎস্না
এই পাড়ে আমি আর ঐ পাড়ে তুমি হলোনা মোদের প্রেম কাব্য রচনা
একি জ্বালায় জ্বালালি আমায় আমি মুখে কিছু বলতে পারিনা
একি মায়ায় পোড়ালে বল তিলে তিলে সই এত যন্ত্রণা।