ধন্য ধন্য মেয়ে ধন্য তুমি ধন্য
তোমার কাছে আমি নাকি জানোয়ার নামে গন্য
তোমার কাছে ছিলাম আমি বিলাসিতার পন্য
ভালবাসার স্বপ্ন দিয়া হৃদয় করেছ ক্ষুন্ন
ধন্য তুমি ধন্য মেয়ে ধন্য তুমি ধন্য।


তুমি ছিলে চাঁদকুমারী আমার কাছে স্বপ্নপরী
আমি ছিলাম বামুন প্রেমিক অতি নগন্য
ধন্য তুমি ধন্য মেয়ে ধন্য তুমি ধন্য


কুকুর বলে ডাকছো আমায় বলিনিতো কিছু
তবু আমি ভালবেসে ছুটেছি তোমার পিছু
মনিব যখন মুগুর দেখায় কুকুর তখন দৌঁড়ে পালায়
তাও পারিনি আমি ছিলাম কুকুর হতেও বন্য
ধন্য তুমি ধন্য মেয়ে ধন্য তুমি ধন্য।


আমার মত এমন করে ভালবাসবে কে তোমারে
পার যদি দেখাও তারে প্রমান দিবে বুকটা চিড়ে
পারবে না কেও জানি,পারব শুধু আমি
তাই কি আমি তোমার কাছে এতটা নগন্য?


হটাৎ করে রাতদুপুরে তোমার কথা মনে পড়ে
তুমি তখন স্বপ্ননীড়ে আমি হারাই দুখের ভীড়ে
একবার তোমায় দেখার লাগি চোখটা আমার কান্না জুড়ে
তাই কি আমি তোমার কাছে এতটা জঘন্য?