দিনে দিনে বাড়ছে বয়স আমি দেখছি যাচ্ছে কমে
মনের দেয়ালে আজ ঘুন ধরেছে ঘুন ধরেছে সখী মনের খামে
এভাবেই দিন গেলে বছর ফুরিয়ে গেলে দিনশেষে কমবে আয়ু
হিসেবের ডাইরীতে বেহিসাবী গান লিখে ফুরাবে প্রানের বায়ু।
হায় জীবন,,,
যন্ত্রনা শিক্ত মনে দুখের সাথে হয় রোজ কথোপকথন। (২)


বেদনাশিক্ত এ প্রতিটিরিক্ত রাতে আকাশের সাথে বসে ভাবি
তুই কি আমার স্বপ্ন সারথি আমার সে রাত জাগা দেবী
অন্ধ দুয়ার এ জ্যোৎস্না জানে দুঃখ পুরানোর মানে
অভিমানী মেঘ নীরব এ ভেসে আমার রিদয় ধরে টানে


।এভাবেই দিন গেলে বছর ফুরিয়ে গেলে দিনশেষে কমবে আয়ু
হিসেবের ডাইরীতে বেহিসেবী গান লিখে ফুরাবে প্রানের বায়ু।
হায় জীবন,,,
যন্ত্রনা শিক্ত মনে দুখের সাথে হয় রোজ কথোপকথন