আমি আজো মানুষ হতে পারিনি
      _____ শান্ত চৌধুরী


মাটির শীতল গন্ধে হারাতে পারিনি
এলেবেলে মাটির বুকে শিহরণ
জাগাতে পারিনি।
আমি আজো মানুষ হতে পারিনি
পিপড়ে গুলো পায়ের নিছে
পিষ্ট করি নিত্য।
আমি আজো মানুষ হতে পারিনি।
বকের পালে ঢিল ছুড়ি, মাছরাঙা,
পানকৌড়িদের তাড়াই পুকুর জলে
আমি আজো মানুষ হতে পারিনি।
মৌচাকের মধু কেড়ে নেই প্রতিনিয়ত
আমি আজো মানুষ হতে পারিনি।
গুচ্ছ গোলাপের পাপড়ি গুলো ছিঁড়ে ফেলি
হাস্নাহেনা, জুঁই, চামেলী ভালোবাসিনা।
আমি আজো মানুষ হতে পারিনি
টিয়ে ময়নার কন্ঠে গান ভাল লাগেনা
আমি আজো মানুষ হতে পারিনি
রঙীণ রঙীণ প্রজাপতির মেলা ভাল লাগেনা
আমি আজো মানুষ হতে পারিনি।
মাঝে মধ্যে মানুষ রূপে ফিরে আসতে চাই,
পারিনি, আমি আজো মানুষ হতে পারিনি।