বৈশাখ এলো
      ______শান্ত চৌধুরী


বৈশাখ এলো
জাগো নতুন উদ্দীপনায়, জরাজীর্ণতা মুছে
এগিয়ে যাও জীবনের আহবানে।


বৈশাখ এলো
সু-শীতল নব রবির প্রভাতে প্রাণের
জোয়ারে ভাসিয়ে দাও ভেলা,
অনুপম অনুরাগে মৃদু আলিঙ্গনে
বাসন্তী রঙে।


বৈশাখ এলো
নতুন সাজে জারুল ফুলের খামে
প্রিয়তমার চিঠি নিমন্ত্রন পান্তা ইলিশে,
ভোরের কুহেলীর ডাক বিনম্র আভায়।


বৈশাখ এলো
কিশোর-কিশোরীর বৈশাখী মেলার হাটে
বিন্নি খই,আমিত্তি,আকডুম,বাগডুম
কিনার ধুম,ঘুড়ির হাটে রঙিন ঘুড়ির
মেলায় উড়ে উড়ে ছুটে,প্রমত্ব প্রাণের জোয়ারে।


বৈশাখ এলো
রমনার বটমূলে বর্ষবরণ,
এসো এসো হে বৈশাখ।
জনতার ঢল, জাগে স্পন্দন, ভেঁপু
বাজে চারদিকে,কলরব হৈ-হুল্লোড় প্রাণের
মেলা,বাংলা ও বাঙালীর উৎসবের রঙে।


বৈশাখ এলো
বাঙালীর প্রাণের উৎসবে মঙ্গল শোভাযাত্রা,
বর্ষবরণে মাটি,মানুষ নারী-পুরুষ
ভেদাভেদ ভূলে,উল্লাসে আমেজ।