বৈশাখ
   _____শান্ত চৌধুরী।


বৈশাখ এলো উৎসবে প্রাণের
জোয়ারে ভাসিয়ে ভেলা
নিপুণ মুগ্ধতা।


উপল নক্ষত্রের বিলাসি ছোঁয়া
ফুলে সাজানো চারপাশ
আবহমান মুখোরিত কলতান
কোলাহল আমোদ উল্লাস
ভেপু রঙ হৈহুল্লোড় প্রাণবন্ত
রমনার বটমূল।


উৎসব প্লাবন নতুনের আহ্লাদে
প্রাণের জোয়ার মিশে
উত্তাল প্রবাহ উদ্বেলিত
অণুচ্ছেদ বৈশাখের শিহরণ ।


ছায়ানটের আড্ডা
নববর্ষ বরণ
ভেপু বাঁশির সুর
নাগরিক ঐকতান উচ্ছ্বাস।


মাটির মায়া, বৈশাখী মেলা
নাগরদোলা, রমণীর মায়াবী দু'চোখ।
মাটির পুতুল রঙিন ঘুড়ি বিন্নি আমিত্তি
শিশু-কিশোরের প্রাণের স্পন্দন।


রেশমী চুড়ি উড়োকেশী ললনার
প্রগাঢ় বিশ্বাসে মিশে বাসন্তী শাড়ি।
পান্তাতে নোলাজল অতিথি অপ্যায়ণ,
রবীন্দ্রসরোবর রোদমাখা উন্মত্ত উল্লাসধ্বনি
শুভ শুভ হে বৈশাখ নতুন দিনের গান।