বসন্তের স্বপ্ন
    ________ শান্ত চৌধুরী


বসন্তের স্বপ্নরা যখন ফাগুনে
ললনার রেশমী শাড়ী।
এলোমেলে রঙীন সুপ্রভাতের
রেশম পোকা।
দুপুরের তাপদাহ
গগণ লিলার জলন্ত কিরণ।
শিমুলের লালে রঙ তুলিতে
একে বেঁকে ঝাঝালো জলছবি।
কুকিলের সুরে মিশে
বসন্ত গানের আসর।
পলাশের পাপড়িতে
কৃষাণির খোপার ফুল।
চন্দ্রমল্লিকার সাদা ঝলঝল
আবেশ শীতল বসন্তে হারায়
প্রেমিক যোগল ।
গাঁদা ফুলের হলুদ কমলার
মিষ্টতায় মোখরিত বিকেল।
ডালিয়ার লাল,হলুদ,গোলাপি,
বেগুনি,সাদা মিশ্র রঙের বাহারে
প্রকৃতি অপরূপ।
মাধুবীলতার সাদা গোলাপী
রঙ রূপ পথিক থমকে
দাড়ায়।
সুগন্ধে সুরভিত করে
সন্ধ্যামালতী গোধূলির সন্ধালগ্নে।
বসন্তের স্বপ্নগুলো প্রাণ ফিরে পায়
রাতের পূর্ণ জোসনায়।