হেঁটে যাই রৌদ্র শুভ্রতায় ঘেমে
কখনও বৃষ্টি বর্ষণে কাশফুল ছুঁয়ে
কখনও শঙ্খচিল,বৌণহাঁস হয়ে
নির্জন আধার জোনাকির মৃদু আলো


রক্তজবার লাল রঙের মিষ্টতা ছুঁয়ে
উর্বর প্রশান্তির কোন কালো কেশি
রমণীর চুল ছুঁয়ে ।


বিকেলের সূর্যস্নানে পাখীদের
নিবাসে ফিরে যাওয়ার মিছিল
তখনও মোহমুক্তি অথবা
ফেরারী ।


নীল আকাশ শুভ্র সাদা মেঘের ভেলা
পরিনত একটি আধ্যায়
থেকে নেই পথ চলা


মেঠোপথ অলকগুচ্ছ
এক পা, দু’পা করে
শারি শারি ঝাউবনের
সবুজ ছুঁয়ে
অনিকেত পথচারী
বেলাভূমি অথবা পূর্ণ
শ্রাবণের একরাশ সিক্ততা ছুঁয়ে।