জাগ্রত মানব


____ শান্ত চৌধুরী


হে চির জাগ্রত মানব,ঘুমিয়ে পড়েছো কি?
নীরবে আর কত? আঁখিজল ফেলো।
সমাজ বদলে দিতে,গর্জে উঠো তরুণ
হাতে নাও কলম,লিখো লেলিহান
নর পশুর জীবনের পরম আত্মকথা।
সময়ের বির্বতনে যুগে যুগে
শাসকের ইষ্টিম রোলারে পিষ্ট,
জনতার বিপ্লবের স্লোগান মুখর
বিকেলের প্রত্যয়ে।
সভ্যতার প্রলয়ে,আপসহীন
চিরন্তন,সার্থকতার দীপ্ত,আবেশ।
ডুবে যাওয়া তরীর দাঁড় বেয়ে
নব উদ্দামে প্রাণের জোয়ার।
জাগো নবীন। জাগ্রত হও,মুছে ফেলে
ধরার মায়াময় স্মৃতি।
আধার ঘেরা অতল কালিমা মুছে
এসো স্বপ্নের সারথী সাজাই।
বুকের মায়া আলিঙ্গনে
সাজাই নতুন এক দিগন্ত।