একা নিরবে . . .
মহুয়ার মালা গেঁথে
থর থর - ঝর ঝর
পায়ে হেটে . . . ?
হঠাৎ থমকে দেখি।
বকের পালে
সাদা কাশ ফুল।
নদীর জলে ঢেউ খেলে
ডিঙ্গি নাঁও।
মাঝি যাও - নাঁও বেয়ে নিয়ে
অচিন গাঁও।
বুকের ধ্বনি - দুমরে উঠে
আরো যেন
দূরে সরে যায়।
কাশ ফুলে সাদা
বিকেল যেন...
স্বপ্নে রঙ্গিন হয়ে যায়।
শেষ বিকেলের আলো
কাশ ফুলে মিশে
অন্ধকারে হারায়।
বুনো হাঁসের জোড়া
নদীর স্রোতে . . . .
পেক পেক করে . . . .
আবার উড়ে চলে যায়।