মূল্যহীন আমি
ভোগ-বিলাস অর্থ প্রাচুর্য
সবি আজ অপরিচিত।
কেউ নেই পাশে বিরামহীন জীবনের
মহাক্লান্তি কিছুতেই থামেনা
পথ চলা।
অট্টালিকা -মার্বেল, মোজাইক,
হালের ডোফলেক্স ।
হিরা- পান্না খচিত সোফা
ময়ূর পক্ষী খাঁট,
আজ সবি ধূলি মাটি।
আমি ঘুমিয়ে পড়েছি
চিরনিদ্রায়,আমার আমি পাহারায়
শীতল পাটি-দুপ,আগরবাতি।
কোরআনের সুমিষ্ট সুর,
দোয়া-মুনাজাত আর্জি আরাধনা।
ব্যস্ত সবাই চির বিদায়ের আহ্বানে।
বাঁশ-কলার পাতা
সাদা কাপনের কাপরে মোড়ানো আমি।
সর্ব শেষ সম্বল জীবনের সঞ্চয় করা
আমলের খাতা।
কি মূল্য জীবনের ? মৃত্যুতে সবই শেষ
কি এত আত্ম-অহংকার,
শেষ হলো জীবনের ইতিকথা।
সাড়ে তিন হাতের বাড়ীতে
ঘুমিয়ে ঘুমিয়ে হারাবে ইহজগৎ’ এর
বাস্তবতা। মৃত্যুতে অবসান।
আজ মূল্যহীন-বাক রুদ্ধ-ক্ষমতা হীন
জীবনের প্রবল সন্ধিক্ষণ।
আধার আড়ালে চির ক্ষমতা হীন
প্রাচুর্য ভোগ-বিলাস।
প্রথম-দ্বিতীয়-তৃতীয় দিনের পর
আমি বিশ্ব নামের গ্রহের অপরিচিত।
যুগের প্রলয়ে তলিয়ে আমি অক্লান্ত
ইহজগৎ নগণ্য কীট।