মুগ্ধ বিলাসিতা
     ____ শান্ত চৌধুরী


মুগ্ধ বিলাসিতা নিজের মাঝে নিজেকে খুঁজি।
অনবরত ফুলেল সুবাসে স্নিগ্ধ মাতাল দেহ।
বাগান ফুলের সুবাস কেয়া-হাস্নহেনা,
কখনও আবার রজনীগন্ধা।
জোস্না রাতে বৃষ্টি ঝরে, শিশির সোনা ভাসে।
রাশি-রাশি জল স্রোত, পত’পত।
বিলাসিতা ? কখন! জানা নেই!
হয়তবা কোন কবির কবিতায়।
কোন পাখির কলতানে নিরবে নিজের মাঝে।
অভিরাম অনমনে !!
শিয়রে উঠে বুক ধুক’ধুক শব্দ বাজে
বুকের ঢোল।
চক্ষু মেলে দেখি ধূ-ধূ অন্ধকার।
কোথাও কোন আলোনেই।
নিঃশব্দ-নিশ্চুপ।
অনবরত দিকবাদিক ছুঁটে।
পথ ভুলে আবার ফিরে চলা।
মনেরই গভীরে তিলে তিলে বীজ বুনে
স্বপ্ন লালন।
অবশেষে হল বুজি মুগ্ধ বিলাসিতার
হেতায় মরণ।
অকারন-অভিপ্রায় তিলে তিলে খুঁড়ে খায়
জীবন্ত মানব জীবন।