অভিরাম পথ
   ___ শান্ত চৌধুরী
দূর বহু দূর
অচিন গাঁয় হেঁটে ।
অবিরত চলেছি .. পথ।


কোথাও কোন নীরবতা নেই।
হৈ চৈ ... সারা গাঁয়।
অবিরত শিশু - কিশোর।


পথ পানে চাহি
বহু দূর অথই।
যেখানে চাই ধূ ধূ বালুচর।


লোকালয়ে - কোলাহল
গাছে পাখির কিচির মিচির,
অপূর্ব কন্ঠধ্বনি।


গাহিছে গান - মেঠু পথে
রাখাল তা ড়িয়া গলা।
অনবরত চলেছি পথের পানে।


তখনও ভাবি, পথ
চলা দায়
আর কত দূর - পথের সীমানা।


বৃদ্ধ পথ পানে
চাহে আবার হাঁটে।
বটবৃক্ষ সখা বাকে বাকে।


বৃক্ষ তরুলতা বলে
তোমার তৃষ্ঠা মেঠাও
অভিরাম।


খুজে ক্লান্ত পথ
নেই পথের দিশারী।
পথিক আমি ভিখারী।


প .. দ .. ধূ .. লি
ধূ ধূ .... দূর গগন।
আমি দূরে চলি।


পথ খুঁজিতে খুঁজিতে
নীরবে এসে
বেঁকে বসা।


কোথাও পথের নেই যে শেষ
জানিনা ঠিকানা।
থামিয়ে পায়ে হাঁটা।


অভিরাম পথ
অভিরত .....
দূর বহু দূর (সিমাহীন)।