আমি দিবা-নিশি
শতজনম - শতযুগ
তোমারি আশায়।
বসে আছি প্রেয়সী !
আমি তোমার পথ
পানে - চেয়ে , চেয়ে ।
দু চোখের পাতা অপলক
তোমায় খুঁজে ।
তোমারী অবকাশ যদি
হয়।পথ ভূলে যদি হারিয়ে যাও?
আমার হৃদয়ের প্রাঙ্গনে।
সখী যাতনা কি তারেই বলে ?
বুকে জাগে ব্যাথা,
যাতনার আগুনে ।
সখী প্রেম - ভালবাসা কি
তারেই বলে ?
গহীন হৃদয়ের ক্ষত - দুমড়ে
মুচড়ে, অরন্য হীন বালুচরে।
আমি শতজনম ,
শতযুগ বিরহের অনলে পুড়ে
তোমারি আশায় হেতায় বসে।
জীবনের প্রতিটি প্রহরে,
নব দ্বিপ্ত সূর্য স্নানে।
সখী ভালবাসা কি তারেই
বলে ! যুগ - যুগান্তর অপলক
চেয়ে তোমার পথ পানে।


(বিঃদ্রঃ ভালবাসা সজ্ঞাহীন হৃদয়ের আকুতি। )