শালবন বিহারে একদিন
হেঁটে হেঁটে পথ চলা
গাছের সারি। অনবরত।


ভরাদুপুর ঝাঁঝাল রোদ্র,
হেঁটে চলা । অভিরাম ।
নীলিমা পাহাড়ের,
চুড়ায় উঠে .......?


ক্ষণেই .......পাখির
কিচির ...... মিচির।
অপূর্ব ভাললাগা
অনুভূতি।


সাবধানে পথ
পাড়ি দিয়ে,
নীলিমার বুকে পদধূলি।


শাল  গাছ গুলো
দেল খায় - শুকনো পাতার
মর-মর।


অনেক প্রশ্নের মাঝে
খুঁজি নিজেকে
নিজেরই মাঝে।


মর-মর শব্দে
উপর থেকে নিচে
নিমিশেই গরীয়ে পড়ে।


গাছের নীচে নীরবে
বসে পড়া।
মৃদু বাতাস বয়ে যায়
মাতাল করে।


শাল গাছের সারি
সবুজ চোখে।
অনবরত, তখনও !
ঝিঁ..... ঝিঁ ..... ঝিঁ
একটা শব্দে - মুগ্ধ হই।
মাতাল দেহে
প্রাণ - ফিরে পাই।


উঠে আবার চলতে...
           চলতে ....
আর যেখানেই ....... থামি
চোখ পড়ে শুধু
স্মৃতি ময় .......


শালবন বিহারের, নীলিমায়,
বন্ধুদের আড্ডায়
আমি একদিন।