শূন্যের যাত্রা
   ___ শান্ত চৌধুরী


বিচিত্রময় শহরে কত জনই প্রিয়, কত জনই আপন, অথচ  কত দিন যায়, রাত যায় কেউ রাখেনা খবর! সন্ধ্যা গরিয়ে রাত হয়, রাত গভীর হয় ... নগরী ঘুমের ঘোরে জেগে থাকে। নিরানন্দে ডুবে কিছু মানুষ লুটে নেয় পৃথিবীর রঙ। অন্ধবিশ্বাসের ধূম্রজালে ডুবে পথিক হয় নিঃস্ব। আজ আমার পৃথিবী অন্য জগৎ মনে হয়, অন্য কোন গ্রহের কোন অপরিচিত গলিতে খুঁজে ফিরি নিজেকে ! নক্ষত্রের মাঝে উষার আলো খুঁজি নিভৃতে। অথচ আমি কতই না রঙের ঘুড়ি উড়াই, রঙ মহলে তামাশা করি, নির্ঘুম রাত পাহাড়া দেই...? দিনের আলোয় ছুটি পথের প্রান্তরে, ভালোবাসা বিলিয়ে দেই প্রকৃতিরে, নিঃস্ব আমি গুনে গুনে কয়েকটি পয়সা-টাকা নিয়ে সস্তা খাবার খুঁজি রাস্তার দ্বারে দ্বারে, শূন্য থেকে যাত্রা নিরানন্দ কালের কারাগারে ডুবে ....