বসন্ত দুপুরে দাঁড়িয়ে থেকো
অম্রকাননের ঘ্রাণে।
শিমুল-পলাশ-কৃষ্ণচূড়ার ডালে ডালে
সবুজ পল্লবে।
উন্মুক্ত ভালোবাসার উষ্ণতা
বিলিয়ে দিবো তোমার গালে।


তুমি রৌদ্রদগ্ধ কাক ডাকা দুপুরে
সাতার কেটো ডুবো জলে।
পানকৌড়ি,ডাহুক হয়ে
সচ্ছল প্রাণের মোহনায়।
তোমার মাঝে কাটবো সাতার
যৌবনের রণাঙ্গনে।


তুমি রঙিন ফুলে ফুলে
সুবাস হয়ে মিশে যেও
প্রাণোচ্ছল বিকেলে।
নববধূর আলতা পায়ে
স্বর্গের সোপানে।
তোমাতে মিশে রবো
প্রাণের প্রতিক্রিয়া
তোমার শরীরী ঘ্রাণে।


তুমি কুকিলের কন্ঠে সুরের বীণ হয়ে
গাইবে ভালোবাসার গান।
ময়ূরপখ্ঙী পেখম তুলে
জানাবে তোমায় স্বাগতম।
তুমি আমার বাগানের ফোটা
শ্রেষ্ঠ মানবী ফুল।


তুমি বসন্তে তুমি ঘ্রাণে
তুমি ভালোবাসা প্রাণে প্রাণে।
তুমি উর্মি উত্তাল যৌবনরম্ভ
সিক্ত মাতাল ভূমে।
তুমি আপন তুমি মিশে রবে
দেহের সনে।