তোমাকে সেদিন দেখেছি
লাল রক্তজবা খোপায় গেঁথে
গিয়েছিলে বাসন্তী উৎসবে।
তোমার প্রেমময় দৃষ্টি ছিল
শুধু অচেনা একটি মুখে।
তুমি শুধু ভালোবাসা  বিলোতে
আল্লাদে-উষ্ণতায়।
তোমার চোখ দুটি ছিলো
চির হরিণী কাজল মাখা
ঠোঁটে ছিল লাল লিপিস্টিক।
দক্ষিণা হাওয়ায়
উড়ছিলো তোমার কালো চুল।
শাড়ির আচলে ছিল রোমান্টিক
হাতের ছোঁয়া । ভালোবাসা
ছিলো তোমার শিরা
উপশিরায় প্রবাহমান।
তুমি ছিলে
ভালোবাসা ও আমাতে।