হয়তবা মানুষ বদলায় আমি নাহয় মানুষ নই,
দুনিয়াটা লাইব্রেরি আমি সেই লাইব্রেরির একটি বই।
ছোট্ট বইয়ের পাতায় পাতায় কত কথাই না লেখা,
একশত এগারো পৃষ্ঠায় তোমার-আমার দেখা।।


সেদিন কি বৃষ্টি ছিল...?
কেন এত ঝড় হলো...?
কথা গুলো আজ এলোমেলো..!


ছোট্ট বইয়ের পাতায় পাতায় কত কথাই না লেখা,
একশত এগারো পৃষ্ঠায় তোমার আমার দেখা।।


কেউ বলে অচল আমি ভাঙা বিচিত্র আয়না,
কেউ বলে সচল তুমি কারো জীবনের বায়না।
নিশ্চয়ই আমি নই, ভাঁজ পড়া কাগজের ঠোঙ্গা,
আমায় কেন ফাঁদ বানাও, আমি কি লোহার চোঙ্গা?


ছোট্ট বইয়ের পাতায় পাতায় কত কথাই না লেখা,
একশত এগারো পৃষ্ঠায় তোমার আমার দেখা।।


বইখানা আজ পড়ে আছে নিরব তাহার দেহ,
শান্তি দে, সুখ দে, আনন্দ দে কেহ.....!