১৯৭১ সাল, হয়েছিল সংগ্রাম,
১৯৭১ হয়েছিল স্লোগান।
১৯৭১ ছিল বিজয়ের সাল,
১৯৭১ হয়েছিল অবলাল।
১৯৭১ মুজিব ছিল পিঞ্জরাবদ্ধ,
১৯৭১ হয়েছিল গোলা-গুলির শব্দ।।


১৯৭১ ছিল আর্তনাদের বছর,
১৯৭১ ফাঁকা ছিল হাশর।
১৯৭১ বেজে ছিল কাঁসর,
১৯৭১ বেঙে ছিল বাসর।।


১৯৭১ মারা যায় বিসু,
১৯৭১ হারায় মা শিশু।
১৯৭১ অস্ত্র কাপানো হাত,
১৯৭১ কালো সে-যে রাত।
১৯৭১ রক্তক্ষয়ী ন'মাস,
১৯৭১ খালে-বিলে ছিল শহীদের লাশ।।


১৯৭১ কারো মুখে ছিল  না হাসি,
১৯৭১ আমরা রক্ত গঙ্গায় ভাসী।
১৯৭১ হয়েছিলাম তেজি ঘোড়া,
১৯৭১ ভুলিবো না মোরা।
১৯৭১ সে-যে কালো রাতের ভয়,
১৯৭১ করো বাঙালি জয়।।


১৯৭১ শহীদের দান,
১৯৭১ ওরা করেছে বুক খান খান।
১৯৭১ অশ্রু ঝড়ে ছিলো,
১৯৭১ বিজয়েরই আলো।
১৯৭১ ভুলে যাওয়ার নয়,
১৯৭১ করো বাঙালি জয়।
১৯৭১ বিধবা হয়েছে সীতা,
১৯৭১ অর্জন করেছে জাতির পিতা।।


১৯৭১ রোষারক্ত নয়নে,
১৯৭১ মা ছিল শয়নে।
১৯৭১ বাংলার কথা কয়,
১৯৭১ বাঙালির হলো জয়।।