আমি বিদ্রোহের বার্তা নিয়ে এসেছি।


আমি বিদ্রোহের গান গাই, আমি বিদ্রোহের কথা বলি,
আমি নিরবে নির্বিত্তে বিদ্রোহীদের সাথে চলি।


আমি দরিদ্র বিমোচনে চিন্তায় চিৎকার করে কাঁদি,
আমি হুঙ্কার হতে চাই, চাই হতে সাম্যবাদী।


আমি সংবাদ এনেছি নতুন উদ্দীপনার সাথে,
বিদ্রোহী গান গাইবে প্রাণ রেখে হাত হাতে।


আমি মরুভূমির রোদ্দুরে দাবানলের মত পুড়ি,
আমি অত্যাচারী, পাপীদের জন্য নিরবে কবর খুরি।


আমার সুরে আমি ভাসিয়ে নিয়ে যাবো  যত গ্লানি আর ঝরা,
আমার বিদ্রোহে শান্ত হবে কাপুরুষ, শান্ত হবে ধরা।


আমি বিদ্রোহের বার্তা নিয়ে এসেছি।