রাত্রি অবধি ঠিকই ছিল,
কেন যে সকাল হলো!
কি চায় এই সকাল টা?


রাত্রি বেলায় কেউ দেখে না
কেউ বলে না কিছু,
সকাল হলে ডাকে সবে
নেয় যে সকলে পিছু।


রাতের আঁধারে শত বুলি
থাকে লুকিয়ে সেথা,
সকাল হলেই মনটা খারাপ
বুকে ধাবিত হয় ব্যথা।


সকাল বেলায় মধুর ছোয়া
আমায় নিয়ে হতাশ,
রাত্রির থমথমে ভাব বেশ
সকাল বেলা বাতাস।


নিরবিচ্ছিন্ন রাত্রি আমার
লাগে দারুণ ভালো,
হাঁকাহাঁকি ডাকাডাকি  উফ
ভালো লাগে না আলো।


আলোর ভয়ে অন্ধকারে
লুকিয়ে আমি থাকি,
হেঁসে হেঁসে রাত্রি বেলা
কত স্বপ্নরে যে ডাকি।


বিষণ পিড়া দিচ্ছে আলো
চক্ষু কপালে লাগে,
রাত্রি বেলা অন্ধকারে
শত স্বপ্ন  উঠে জাগে।


সকাল হলে আলোর খেলা
লাগে না যে ভালো,
আঁধার রাতের আলোখানি
মনে লাগে ভালো।