থম থমে অন্ধকারে রাত,
লুটিয়ে পড়ছে এ দু -কাঁধ।
বিশ্রাম চাচ্ছে, হয়েছেন ক্লান্ত
তবু ও মন হয় না খ্যন্ত।
বিস্তার ফারাকে কর্মের খোঁজ,
সবার মুখে রুটি গুঁজতে হবে রোজ।


সকাল থেকে সন্ধ্যার এ কি খেলা!
এই করে চলছে সাজানো ভেলা।
চিন্তায় পরছে কপালে ভাজ,
সেই সারা সকাল-সন্ধ্যা কাজ।
রাত্রিটাই তাকে দেয় স্বস্তি,
পুত্রদ্বয়েরা করে মাজ মস্তি।


তিনি আজ ও বিরতিহীন! ছুটে বেড়ান মাঠ।
বাবার বয়স তো মোটে ষাট!
আমি অধম! অধমের ন্যায় সুয়ে আছি বেশ,
এমনি করেই সবের জন্য বাবা নিজেকে করছে শেষ।