প্রয়োজন আছে বলেই
লোকে প্রিয়জন খুজে,
কাছের সেই মানুষটি
এক সময় এই জিনিসটি বুঝে।
আর কোথায় রয়েছে বন্ধু-বান্ধব
আত্মীয়-স্বজন পাড়া প্রতিবেশী,
দুই দিন পড়ে দেখা হলে
ভাব নেয় বিদেশি।


নিজের স্বার্থ সবাই বুঝে
ভালো খবর রাখে গুজে,
সময়ের সাথে পাল্টি খাবে সে যে
বিপদের সময় বন্ধু খুজে।
এমন দুনিয়া ভাই,
কারো খবর জানার দরকার নাই,
হাতের কাছে মোবাইল পাই।
আমি সাংবাদিক ভাই,
বন্ধু-আর বান্ধবী নাই,
সবার নামে মিথ্যা খবর ছড়াই।


বন্ধু-বান্ধব কেমন হবে?
মিলে মিশে রবে সবে।
তোমার সুখের সাথী হবে,
দুঃখে ও তুমি কাছে পাবে।
দুই দিনের এই দুনিয়ায়,
যদি তোমায় মনে রাখতে চায়।
তোমার ভালোবাসার পূজারী হয়ে
সারাটাজীবন পাশে রয়।
তোমার দুঃখের দিনে অশ্রু ঝড়ায়,
তবে তার পাশেতে তাইকো তুমি
দিও তোমার হাত বাড়ায়।
বন্ধু হয়ে থাকবে না সে
তোমার দুঃখে থাকে পাশে,
ভাইয়ের মত ভালোবেসে।


এমন বন্ধু তুমি হবে
তোমার বন্ধুত্ব নিয়ে কথা ছড়াবে।
হবে এমন বন্ধুত্বের বন্ধন,
লোকে বলিবে আজীবন।