বীর, যাদের বুকে বিঁধে না তীর...!
সেই তো আসল বীর!
নিজেরে করো দাবি বীর...!
আসলে তুমি তো ধীর......।


বীরত্বের পরিচয় ক্যামনে দেও ভাই..?
মুখেতে বড় কথা রাস্তায় কেউ নাই...।


ঘরে বসেই তুমি দিতে চাও নেতৃত্ব,
সজাগ থেকেই তুমি দৃঢ়চিত্ত!
আধুনিক যুগের বাসিন্দা তুমি,
তাই রক্ষা করো আপনা ভূমি...।


নিজেরে করো দাবি বীর...!
আসলে তুমি তো ধীর......।


শিখছো তুমি পিছু হাঁটতে,
আরো শিখছো পকেট কাটতে!
করছো তুমি দিব্যি খেলা,
চলছে তোমার জীবন বেলা।


তবুও তুমি ধীর....
নিজেরে করো দাবি বীর,
আসলে তুমি তো ধীর!


তুমি জমকালো আয়োজনের মুখ্য নাম,
তবুও কেউ দেয়না তোমায় দাম।
তুমি বিচিত্র ব্যাবহারের পূর্ণ চেহারা,
কলঙ্কিত বীরের রক্তিম পাহারা।


আসলে তার তুমি বীর না ধীর.....?