বলছিলাম আজ মুক্ত আমি,
ছিল বই অনেক দামী।

কোথায় সেই বই গুলো আজ,
পড়েছে কত জায়গাতে ভাজ।
বইগুলো তো হারিয়ে গেছে,
হয়ত ফেরিওয়ালা নিয়ে পাপর বেঁচে।
আজ মন চাঙ্গা বেশ,
পরিক্ষা যে মোদের হলো শেষ।


বলছিলাম আজ মুক্ত আমি,
দয়া করিও তুমি ভূস্বামী।


সাতটার জায়গায় প্রশ্ন তিন,
চিন্তায় ছিলাম অনেক দিন।
অনেক কষ্টে পেলাম ছুটি,
আশানুরূপ ফল পবো মুটামুটি
এসাইনমেন্টের ও বা হবে কি?
মোদের জেএসসির মান ও নিবে কি?


বলছিলাম আজ মুক্ত আমি,
দয়া করিও তুমি ভূস্বামী।


দুশ্চিন্তা তো অনেক হয়,
মনে যে লাগে ভয়।
একটা দুর্ঘটনা যদি হয়ে যায়,
আমায় আর কে পায়!
গলায় লাগাবো ছোট্ট দড়ি,
জানো য়েতে পারি তাড়াতাড়ি।


বলছিলাম আজ মুক্ত আমি,
দয়া করিও তুমি ভূস্বামী।


আমার খবর নেয় না কেউ,
পরিক্ষার সময় ফোনে জোয়ারের ঢেউ।
একবার রেজাল্ট খারাপ হলে,
পিছনে তার নিন্দা চলে,
কিন্তু  রোল,রেজিস্ট্রেশন আর হলের শিক্ষক মহোদয়ের সাক্ষরে যদি হয় ভুল,
যাবে তবে সকল কূল।


বলছিলাম আজ মুক্ত আমি,
দয়া করিও তুমি ভূস্বামী।


তারপরও দোষ থেকেই যায়,
করোনায় কেউ ফেল করে আয়?
ভাই, পাগলের হাতে রাজার পাট দিছে,
যা করেনি আগে পিছে।
বলছিলাম নিজের কথা,
মোর মনেও অনেক ব্যাথা।


বলছিলাম আজ মুক্ত আমি,
দয়া করিও তুমি ভূস্বামী।


কলম হলে নিতে করেন মানা,
কলম ব্যাতীত পরিক্ষা কিভাবে হয় আমার প্রয়োজন জানা?
ধাক্কা দিলে তার চলে গাড়ি,
যেভাবে হোক দেওয়াইবে সাতসমুদ্র পাড়ি।
পরিক্ষা যদিও হয়েছে ভালো,
তবুও রেজাল্ট না বের হওয়া পর্যন্ত সবই কালো।


বলছিলাম  আজ মুক্ত আমি,
দয়া করিও তুমি ভূস্বামী।।