ক্রিকেট মোদের হৃদয়ে গাথা,
ক্রিকেট মোদের চোখের পাতা,
ক্রিকেট মোদের শাখা-প্রশাখা,
ক্রিকেট মোদের রক্তে মাখা।(২)


বল-ব্যাট হাতে নিয়ে মাঠেতে দৌড়ে যাই,
ক্রিকেট ছাড়া মোদের চোখে আর যে কিছু নাই।
পারবোনা হতে মোরা সাকিবের মত,
তবুও সাধ্যের মধ্যে পূরণ করি স্বপ্ন আছে যত।
বলে-ব্যাটের এই খেলা নিয়ে কত না বাঝাবাঝি,
ভালো খেললেও কেউ ভালো বলতে না হয় রাজি।


ক্রিকেটের দিকেই মন টানে যতই থাকি কাজে।
অনেক স্মৃতি জড়িয়ে আছে ক্রিকেটের বাজে বাজে।
স্কুল বন্ধ দিয়ে ক্রিকেটের মাঠের আনন্দ আজ কই,
তবুও তো আজও ক্রিকেটের মাঠে রই।


তাই তো,
ক্রিকেট মোদের হৃদয়ে গাথা,
ক্রিকেট মোদের চোখের পাতা,
ক্রিকেট মোদের শাখা-প্রশাখা,
ক্রিকেট মোদের রক্তে মাখা।(২)


তোমরা মোরে বাধা দিও না ভাই,
আমি ক্রিকেট খেলতে চাই।।